ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচ দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার পর এবার একই দাবিতে মাঠে নামার ঘোষণা দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এ কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী—
-আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল,
-১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ,
-২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২. জাতীয় সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ।
৪. অতীতের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
সংবাদ সম্মেলনে মুফতি রেজাউল করিম বলেন, “শুধু নির্বাচন আর ক্ষমতার পালাবদলের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি। বরং স্বৈরতন্ত্র থেকে স্থায়ী মুক্তি এবং মৌলিক সংস্কারের জন্যই এ অভ্যুত্থান ঘটেছিল। কিন্তু সংস্কার ও বিচারের পরিবর্তে নির্বাচনকেই মুখ্য করে তোলা হচ্ছে, যা দেশকে আবার অশুভ বন্দোবস্তে ফেলে দেবে।”
তিনি হুঁশিয়ারি দেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা না এলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমমনা দলগুলোকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে।