Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্য সক্ষমতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় সিঙ্গাপুর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩১ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩১

সোমবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন-এর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো – (ছবি : সংগৃহীত)

ঢাকা: বাণিজ্য সক্ষমতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন-এর সঙ্গে বৈঠককালে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো এ আগ্রহের কথা জানান। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শিবির বিচিত্র বড়ুয়া এ সময় উপস্থিত ছিলেন।

ডেরেক লো বলেন, বাণিজ্য সক্ষমতা বাড়াতে সিঙ্গাপুর বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তিগত সুবিধা এবং এর সঙ্গে নিয়োজিতদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে সিঙ্গাপুর বাংলাদেশকে সহযোগিতা করবে।

বিজ্ঞাপন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে সিঙ্গাপুর নিজের দেশে এবং তাদের দেশের বাইরেও সেবা প্রদানের ক্ষেত্রে অনুকরণীয় দেশ। তাদের কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে।

উভয় দেশের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বাণিজ্য ও বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের আরও উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে বাণিজ্য মন্ত্রণালয় জানায়।