Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪২ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩১

প্রতীকী ছবি

নরসিংদী : নরসিংদীর রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মানিক মিয়া (৬৫) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে ‍উপজেলার জঙ্গি শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মানিক মিয়া উত্তর বাখরনগর ইউনিয়নের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, ব্যবসায়ী মানিক মিয়া দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ি ফিরার সময় আড়িয়াল খাঁ নদীর পাড়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধা করে।

নিহতের ভাই আরিফ মিয়া বলেন, মানিক মিয়া প্রতিদিন রাত ৯ টার মধ্যে বাড়ি চলে আসতো। গতরাত ১০টা পেরিয়ে গেলেও বাড়ি আসেনি। তার মোবাইল নাম্বারে ফোন করলেও রিসিভ করেনি। পরে রাত ১টার সময় রাস্তায় গিয়ে দেখি তার গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

বিজ্ঞাপন

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার গলার পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। হত্যার কারণ সম্পর্কে এখনও কোনো কিছু জানা যায়নি। তদন্ত চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর