Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে ট্রাক টার্মিনাল ও বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৮

জেলা ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এর আয়োজিত মানববন্ধন।

নীলফামারী: নীলফামারী সদর আধুনিক ট্রাক টার্মিনাল ও শহর রক্ষায় নিরাপদ বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি গোলাম রসুল মহব্বত, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, মালিক সমিতির সহসভাপতি আনিছুর রহমান খোকো, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা শাহরিয়ার ইসলাম হাবিলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, দেশের প্রতিটি জেলায় ট্রাক টার্মিনাল থাকলেও নীলফামারী সদর আজও বঞ্চিত। এ কারণে পরিবহন শ্রমিকরা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন, একই সঙ্গে শহরে যানজট ও নিরাপত্তাহীনতা বাড়ছে।

বক্তারা আরও বলেন, নীলফামারী শহরকে যানজটমুক্ত, পরিবেশবান্ধব ও নিরাপদ রাখতে একটি পরিকল্পিত বাইপাস সড়ক নির্মাণ এখন সময়ের দাবি। বিদ্যমান বাইপাস সড়কটি অচল ও অনুপযোগী হয়ে পড়েছে। অসংখ্য মোড় থাকায় প্রায়ই দুর্ঘটনা এবং প্রাণহানি ঘটছে।

পরে জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়। তিনি এ সময় বলেন, ‘দাবিগুলো যৌক্তিক। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এরই মধ্যে বাইপাস সড়কটি পরিদর্শন করেছেন। ট্রাক টার্মিনালের জন্য উপযুক্ত স্থান চিহ্নিত করার নির্দেশও দিয়েছেন। আগামী দিনে মাসিক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।’

সারাবাংলা/এনজে

ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি বাইপাস সড়ক মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর