Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ট্রাক চাপায় মাদরাসা ছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৩

প্রতীকী ছবি

খুলনা: খুলনার ডুমুরিয়ায় ট্রাকে চাপা পড়ে মোস্তফা গাজী (১২) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সরকারি মধুগ্রাম কলেজের সামনে দৌলতপুর সড়কে এ ঘটনা ঘটে। সে শাহপুর গ্রামের আল আমিন গাজীর ছেলে এবং মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদরাসার দাখিল উচ্চ শ্রেণির ছাত্র।

জানা যায়, মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবীনবরণ অনুষ্ঠানে যাচ্ছিল মোস্তফা গাজী। রাস্তা পার হওয়ার সময় দৌলতপুরগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এনজে

ট্রাক চাপা নিহত মাদরাসা ছাত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর