খুলনা: খুলনার ডুমুরিয়ায় ট্রাকে চাপা পড়ে মোস্তফা গাজী (১২) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সরকারি মধুগ্রাম কলেজের সামনে দৌলতপুর সড়কে এ ঘটনা ঘটে। সে শাহপুর গ্রামের আল আমিন গাজীর ছেলে এবং মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদরাসার দাখিল উচ্চ শ্রেণির ছাত্র।
জানা যায়, মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবীনবরণ অনুষ্ঠানে যাচ্ছিল মোস্তফা গাজী। রাস্তা পার হওয়ার সময় দৌলতপুরগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।