ঢাকা: দ্বিতীয় দফা ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদানে আবেদনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্ধিত সময়সীমা অনুযায়ী, নতুন ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আগামী ২ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত রাখা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, দ্বিতীয় দফা ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদানে আবেদন গ্রহণের জন্য এর আগে গত ২৬ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। ওই বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল।
আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজিটাল ব্যাংক স্থাপনের লক্ষ্যে আবেদনকারীদের পূর্ণাঙ্গ ও মানসম্মত প্রস্তাবনা তৈরি এবং বিভিন্ন দলিলাদি সংগ্রহের বিষয়টি বিবেচনায় সময়সীমা আগামী ২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হল।
উল্লেখ্য, ডিজিটাল ব্যাংকের দ্বিতীয় দফা আবেদন গ্রহণে ইতোমধ্যে ‘ডিজিটাল ব্যাংক স্থাপন বিষয়ক গাইডলাইন্স, ভার্সন-২’ শীর্ষক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন গাইডলাইনে পরিশোধিত মূলধনের পরিমাণ বিদ্যমান ১২৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি উদ্যোক্তা/স্পন্সর এবং প্রধান নির্বাহী কর্মকর্তার যোগ্যতা ও উপযুক্ততার ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। এছাড়া ডিজিটাল ব্যাংকের পরিচালনা ও সাইবার সিকিউরিটি বিষয়ে নতুন বিধান যুক্ত করা হয়েছে।
প্রস্তাবিত ডিজিটাল ব্যাংক আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে অধিকতর সম্প্রসারণ, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জসমূহ মোকাবিলা এবং ক্যাশলেস বাংলাদেশ সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নে অবদান রাখবে- বলে বাংলাদেশ ব্যাংক প্রত্যাশা করছে।