ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) ভারপ্রাপ্ত মহাপরিচালক করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান সই করা এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।
এই আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত মুহাম্মদ হাসানুজ্জামান (১০৭০৪০০১), পরিচালক, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা-কে মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা এর দায়িত্ব দেওয়া হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান
স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৫ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩০
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৫ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩০
সারাবাংলা/এনএল/এইচআই