Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রাহকদের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানে মিলভিকের সঙ্গে সোনালী লাইফের চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২১ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩০

–ছবি : সংগৃহীত

ঢাকা: গ্রাহকদের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানে টেলিমেডিসিন সেবাদানকারী প্রতিষ্ঠান ‘মিলভিক বাংলাদেশ’ এর সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে চতুর্থ প্রজন্মের ‘সোনালী লাইফ ইন্স্যুরেন্স’।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সোনালী লাইফ-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই করা হয়। সমঝোতা স্মারকে সোনালী লাইফের পক্ষে কোম্পানির ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও মিলভিক বাংলাদেশ-এর পক্ষে কান্ট্রি ম্যানেজার মো. শিহাব উদ্দীন সই করেন।

সোনালী লাইফ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমঝোতা স্মারকের আওতায় সোনালী লাইফের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা মিলভিক বাংলাদেশ এর টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারবেন এবং মিলভিক বাংলাদেশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স-এর পরিকল্পনাসমূহ মিলভিকের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ও সহজলভ্য উপায়ে কোম্পানির গ্রাহকদের কাছে পৌঁছে দেবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। টেলিমেডিসিন সেবা যুক্ত হওয়ায় আমাদের গ্রাহকরা স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা একই সঙ্গে সহজেই পাবেন। এটি সোনালী লাইফের ডিজিটাল রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মিলভিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. শিহাব উদ্দীন বলেন, সোনালী লাইফের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে গ্রাহকেরা শুধু মানসম্মত স্বাস্থ্যসেবাই পাবেন না, বরং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আরও দ্রুত ও নির্ভরযোগ্য বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন।

সারাবাংলা/একে/আরএস

ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদান মিলভিক বাংলাদেশ সোনালী লাইফ ইন্স্যুরেন্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর