Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসরকারি প্রাথমিক শিক্ষকদের যমুনা অভিমুখী মিছিলে পুলিশের লাঠিচার্জ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৮

বেসরকারি প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান থেকে পানি নিক্ষেপ। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান থেকে পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে ১০-১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করলে হাইকোর্টসংলগ্ন কদম ফোয়ারার সামনে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামান থেকে পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কর হয়। পরে আন্দোলনকারীরা প্রেস ক্লাবের দিকে চলে যান।

এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, ‘তাদের সাতজনের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে দেখা করে আসে। পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দিয়ে সরিয়ে দেওয়া হয়।’

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা বলেন, আমরা যমুনা অভিমুখে পদযাত্রা নিয়ে যাওয়ার পথে হাইকোর্টের সামনে পুলিশ আমাদের বাধা দেয়। এ সময় তারা লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। আমাদের ১০-১২ জন আহত হয়েছেন। শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে গেছেন। জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি চলছিল। আমরা তালিকা থেকে বাদপড়া প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ চাই।

আন্দোলনকারী শিক্ষকরা বলেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি তৎকালীন সরকার দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়েছিল। তখন ৩০ হাজারের বেশি বিদ্যালয় থাকলেও রাজনৈতিক কারণে প্রায় ৫ হাজার বিদ্যালয় বাদ পড়ে। ২০১৬ ও ২০১৮ সালে একাধিক সরকারি চিঠি ইস্যু করা হলেও জাতীয়করণ কার্যকর হয়নি। সর্বশেষ চলতি বছরের ৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মো. নওশাদ আহমেদ বলেন, ‘প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি ও কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী জাতীয়করণ বঞ্চিত অনধিক পাঁচ হাজার বেসরকারি বিদ্যালয় দ্রুত জাতীয়করণ করতে হবে।’

সংগঠনের সমন্বয়ক মাহবুবা মালা বলেন, ‘জাতীয়করণ না হওয়ায় শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। অন্যের শিশুকে পাঠদান করলেও নিজেদের ভাগ্যের উন্নতি হয়নি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই বিদ্যালয়গুলো সুকৌশলে জাতীয়করণের বাইরে রাখা হয়েছে।’

এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী জাতীয়করণ বঞ্চিত অনধিক পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণের দাবিতে আজ সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ’র ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় হাজারখানেক শিক্ষক এই বিক্ষোভে অংশ নেন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

পুলিশের লাঠিচার্জ বেসরকারি প্রাথমিক শিক্ষক যমুনা অভিমুখী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর