Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৫তম বিসিএস’র ৫ম পর্যায়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:১১ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৪

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২০৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি’র এটি পঞ্চম পর্যায়ের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ।

সোমবার ১৫ সেপ্টেম্বর) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএস-এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডার, সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডার ও শুধু কারিগরি/ পেশাগত ক্যাডারের ২০৮ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়েছে, প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে [www.bpsc.gov.bd] অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে [bpsc.teletalk.com.bd] পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসঙ্গত কারণে কোন সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। এই ঠিকানায় বিস্তারিত জানা যাবে।

সারাবাংলা/এনএল/পিটিএম

পরীক্ষা পিএসসি মৌখিক

বিজ্ঞাপন

১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি
১৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫০

আরো

সম্পর্কিত খবর