Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকীর পাশে তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৮ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩১

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মাওলানা ফারুকীকে নগদ অর্থ হস্তান্তর করেন

ঢাকা: ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা ও সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদরাসায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এবং আমরা বিএনপি পরিবার-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাওলানা ফারুকীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ হস্তান্তর করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, “তারেক রহমান সব সময় আলেম-ওলামাদের পাশে ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।”

বিজ্ঞাপন

প্রতিনিধি দলে ছিলেন আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি প্রমুখ।

আতিকুর রহমান রুমন সাংবাদিকদের বলেন, “ধর্মপ্রাণ মানুষ ও আলেমদের সঙ্গে জিয়া পরিবারের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। মানবিক দায়বদ্ধতা থেকেই আজ আমরা মাওলানা ফারুকীর পাশে দাঁড়িয়েছি।”

এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ কয়েকজন আলেমও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজনৈতিক প্রতিহিংসার জেরে ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনের সময় মাওলানা ফারুকীর বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের করা হয়। দীর্ঘ কারাভোগ ও নির্যাতনের পর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। দেশে-বিদেশে চিকিৎসা নেওয়ার পরও তার শারীরিক অবস্থা গুরুতর। চলতি মাসের শেষে চীনের গুয়াংজু হাসপাতালে তার অস্ত্রোপচারের পরিকল্পনা রয়েছে।

হেফাজত নেতৃবৃন্দ এবং আমরা বিএনপি পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

সারাবাংলা/এফএন/এসএস

আক্রান্ত ক্যান্সার তারেক রহমান নেতা ফারুকী মাওলানা হেফাজত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর