ঢাকা: ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’র অভিযোগে গাজীপুরের কর অঞ্চল-১০ এর কর পরিদর্শক কাজী নূরে সোহেলাকে বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (১৪ সেপ্টেম্বর) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সই করা এক পজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু, কাজী নূরে সোহেলা, কর পরিদর্শক, সার্কেল-১০, কর অঞ্চল-গাজীপুর এর বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) এবং ৩ (গ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ অনুযায়ী কর্তৃপক্ষ তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করেন।
ওই বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী কাজী নূরে সোহেলা, কর পরিদর্শক, সার্কেল-১০, কর অঞ্চল-গাজীপুর-কে সংশ্লিষ্ট কর কমিশনারের কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, গেল কয়েক মাস ধরেই এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের বদলি করা হচ্ছে। এনবিআর বিলুপ্তির আন্দোলনের সঙ্গে জড়িত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন দফতরে বেশ কয়েক মাস ধরেই ব্যাপক রদবদল চলছে।