Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার পিবিআই হাজতখানায় গলায় লুঙ্গি পেঁচিয়ে আসামির আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৪ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪০

প্রতীকী ছবি

মৌলভীবাজার: জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাজতখানার ভেতর থেকে মখদ্দছ মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে মৌলভীবাজার জেলা শহরের টিভি হাসপাতাল রোডের পিবিআই অফিসের হাজতখানা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মখদ্দছ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের কোনাগাঁও (বৃন্দাবনপুর) গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তিনি আলোচিত লিটন হত্যা মামলার আসামি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট কমলগঞ্জ উপজেলার ২ নম্বর পতনঊষার ইউনিয়নের কোনাগাঁও (বৃন্দাবনপুর) গ্রামের ধানক্ষেত থেকে লিটন নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এর পর থেকে মখদ্দছ পলাতক ছিলেন। গত রোববার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তিনি কমলগঞ্জ থানায় আত্মসমর্পণ করেন। পরে তাকে মামলার তদন্ত সংস্থা পিবিআই’র কাছে হস্তান্তর করে কমলগঞ্জ থানা পুলিশ।

বিজ্ঞাপন

পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর খাওয়া-দাওয়া শেষে মখদ্দছকে আরও সাত/আটজন আসামির সঙ্গে হাজতে রাখা হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ডিউটি অফিসার গিয়ে দেখেন, মখদ্দছ নিজের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন। পরে জেলা ম্যাজিস্ট্রেট ও নিহতের পরিবারের সদস্যদের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

লিটন হত্যা মামলায় মখদ্দছ ছাড়াও শামিম নামের আরও একজনকে গ্রেফতার করেছে পিবিআই। এর আগে গত ১১ সেপ্টেম্বর লিটনের বাবা সাত্তার মিয়া অজ্ঞাতনামা আসামি করে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে পিবিআই মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. জাফর হুসাইন জানান, লিটন হত্যা মামলার তদন্ত আমাদের হাতে। মখদ্দছ গত রোববার রাতে কমলগঞ্জ থানায় আত্মসমর্পণ করেন। পরে তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। সোমবার সকালে হাজতে আত্মহত্যা করেন তিনি। বিষয়টি আমরা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি।

উল্লেখ্য, এর আগে গত রোববার (১৪ সেপ্টেম্বর) সিলেটে র‌্যাবের হেফাজতে থাকা অবস্থায় তানভীর চৌধুরী নামের হত্যা মামলার এক আসামির মরদেহ উদ্ধার করা হয়। তিনিও গলায় কম্বল পেঁচিয়ে আত্নহত্যা করেন বলে জানায় র‍্যাব।

সারাবাংলা/পিটিএম

আত্মহত্যা পিবিআই হাজতখানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর