চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ গোরস্থানপাড়ায় ভাড়া বাড়ি থেকে গুলসান আরা চমন (৬২) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই এলাকার বাসিন্দা সুমন জানান, গুলসান আরা একাই ওই বাড়িতে থাকতেন। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে তিনি ঘরের মেঝেতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন।
মৃতের বোন খুশি জানান, গত বৃহস্পতিবার তার বোন তাদের বাড়িতে গিয়েছিলেন। এরপর তিনি বাড়িতে ফিরে যান। কিন্তু গত তিন দিন ধরে তিনি ফোন ধরছিলেন না। আজ এসে দেখেন যে তার বোন মৃত অবস্থায় পড়ে আছেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।