Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার আবেদন উমামার প্যানেলের

ঢাবি করেস্পন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৭ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০৩

উমামা ফাতেমা। ফাইল ছবি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করেছেন উমামা ফাতেমার নেতৃত্বাধীন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল’।

সোমবার (১৫ সেপ্টেম্বর) এ প্যানেলের পরিবহণ সম্পাদক পদে নির্বাচন করা রাফিজ খান গণমাধ্যমে এক আবেদনপত্র পাঠান। উমামা ফাতেমা ও নওরিন সুলতানার সই করা ওই আবেদনে দেখা যায়, চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে এ দাবি জানানো হয়েছে।

আবেদনে দাবি করা হয়েছে, আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫ এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোটগণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা। ফলাফল ঘোষণা পর জানা যায়, তিনি ৩ হাজার ৩৮৯ ভোট পেয়েছেন। এই নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম)। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তবে সম্প্রতি বিভিন্ন প্রার্থীর অভিযোগ করেছেন যে, ডাকসু নির্বাচনে যোগফলে ভুল করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর