ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মুলার বলেছেন, আসন্ন ফেব্রুয়ারিতে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ ইইউ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত আগামী সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’
মাইকেল মুলার বলেন, ‘আসন্ন নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে দ্রুত সংস্কার কর্মসূচি সম্পন্ন করতে হবে।’
সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন এওএফএ (অ্যাসোসিয়েশন অব ফরমার অ্যাম্বাসাডরস) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল হাসান।
ইইউ রাষ্ট্রদূত জানান, ইউরোপীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, তবে স্থিতিশীলতা ও বিনিয়োগের নিরাপত্তা অপরিহার্য।
মাইকেল মুলার বলেন, ‘আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি হলো মানবাধিকার, উন্নয়ন, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা। ভবিষ্যতে আমরা এসব ক্ষেত্রে আরও জোরালোভাবে কাজ করব।’
রাষ্ট্রদূত আরও বলেন, ‘ইইউ সবসময় বাংলাদেশ থেকে বৈধ অভিবাসনকে সমর্থন করে এবং দক্ষ ও অদক্ষ শ্রমশক্তি রফতানিতে সম্ভাবনা দেখছে।’
নিরাপত্তা খাতে সহযোগিতার বিষয়ে তিনি জানান, বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধিতে ইইউ সহায়তা করছে। সামরিক খাতেও বাড়তি সহযোগিতা জরুরি।
রোহিঙ্গা সংকট সমাধানে ইইউর সমর্থন পুনর্ব্যক্ত করে মাইকেল মুলার বলেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনই একমাত্র সমাধান। তবে সেটি অবশ্যই স্বেচ্ছায় ও শান্তিপূর্ণ পরিবেশে হতে হবে।’