Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরব-মুসলিম নেতাদের সম্মেলন: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৬ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৮

কাতারে আরব-মুসলিম নেতাদের সম্মেলন। ছবি: আলজাজিরা

কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলার পর সোমবার (১৫ সেপ্টেম্বর) দেশটির রাজধানী দোহায় আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা এক জরুরি শীর্ষ সম্মেলনে বসেন। সম্মেলন শেষে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান।

সম্মেলনে আরব লীগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) এই যৌথ বৈঠকে প্রায় ৬০টি দেশ অংশ নেয়। কিন্তু এর মধ্যে ইউএই, বাহরাইন এবং মরক্কোর শীর্ষ নেতারা সম্মেলনে অংশ নেননি।

সম্মেলন শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান কার্যক্রম রোধে সব ধরনের আইনি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে (বৈঠকে অংশগ্রহণকারী) সব দেশের প্রতি আহ্বান জানানো হচ্ছে।’ এসব কার্যক্রম হতে পারে, ‘ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা এবং দেশটির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা।’

বিজ্ঞাপন

কাতারের সঙ্গে ঘনিষ্ঠ উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইনসহ জর্ডান, মিসর এবং মরক্কো এরইমধ্যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। এসব দেশও গতকালের সম্মেলনে অংশ নিয়েছে।

এই পাঁচটি দেশের মধ্যে মিসর ও জর্ডান আগেই ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। বাকি তিনটি দেশ পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ‘আব্রাহাম চুক্তি’র মাধ্যমে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। গতকালের সম্মেলনে এসব দেশের নেতারা অংশ না নিয়ে ঊর্ধ্বতন প্রতিনিধি পাঠিয়েছে।

বিবৃতিতে জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন সংস্থাটির সদস্যপদ স্থগিত করতে সমন্বিত পদক্ষেপ নেয়।

এদিকে, ইসরায়েল সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ (১৬ সেপ্টেম্বর) কাতার সফরে যাচ্ছেন। ওদিকে গতকাল জেরুজালেমে রুবিও জানান, ইসরায়েলের হামাস নির্মূলের লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে।

সম্মেলনে মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

জর্ডানের কিং আবদুল্লাহ (দ্বিতীয়) কাতারে ইসরায়েলি হামলার ঘটনাকে ‘প্রমাণ’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘ইসরাইলের হুমকি ‘সীমাহীন’। আমাদের প্রতিক্রিয়া পরিষ্কার, সিদ্ধান্তমূলক এবং সর্বোপরি, নিরাশাজনক হতে হবে।’

ওদিকে, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি জানান, যেকোনো আরব বা ইসলামী দেশের ওপর হামলা হলে তা সকলের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য হবে। তিনি একটি ‘যৌথ আরব-ইসলামী কমিটি’ গঠনের প্রস্তাব দেন যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ইসলামী দেশগুলোর অবস্থান পৌঁছে দেবে।  যৌথ আরব-ইসলামী কমিটি গঠনের বিষয়ে একমত প্রকাশ করেছে ইরান।

সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, কেবল শব্দ বা ঘোষণা দিয়ে ইসরায়েলের আঞ্চলিক কর্মকাণ্ড রোধ করা সম্ভব নয়। তিনি বলেন, ‘নিন্দা ক্ষেপণাস্ত্র থামাতে পারবে না। ঘোষণা ফিলিস্তিনকে মুক্ত করতে পারবে না। কঠোর ও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। কূটনৈতিক যোগাযোগ স্থগিত করতে হবে এবং ইসরাইলের সঙ্গে সকল ধরনের সম্পর্কও থামাতে হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

আরব-মুসলিম নেতা ইসরায়েল-গাজা যুদ্ধ ওআইসি কাতার সম্মেলন

বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে যমুনা ইলেকট্রনিক্স
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৫

আরো

সম্পর্কিত খবর