Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় এনসিপির

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৯ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৯

জাপানে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ঢাকা: টোকিওতে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ সভা হয়। এতে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম ও এশিয়া প্রতিনিধি জুবায়ের সর্দারসহ একটি প্রতিনিধি দল অংশ নেন।

সভায় জাপানে প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা-সংকট তুলে ধরা হয়। বিশেষভাবে বাংলাদেশ বিমানের ‘জাপান-টু-বাংলাদেশ’ সরাসরি ফ্লাইট চালুর দাবি জানানো হয়। নেতারা বলেন, সরাসরি বিমান চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ বহুগুণে বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

এ ছাড়া, জাপানে মৃত্যুবরণ করা প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়। রাষ্ট্রদূত জানান, এরইমধ্যে এ প্রক্রিয়া শুরু হয়েছে এবং আরও সহজ করার প্রচেষ্টা চলছে।

বাংলাদেশ থেকে জাপানে শিক্ষার্থী ও দক্ষ জনশক্তি আনার সম্ভাবনা, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং জাপানে বাংলাদেশিদের ব্যবসায়িক কার্যক্রম সহজ করার দিকগুলোও সভায় গুরুত্ব পায়।

আলোচনা শেষে প্রতিনিধি দল বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

বিপিএলের পাঁচ দল চূড়ান্ত
৫ নভেম্বর ২০২৫ ০০:০৪

আরো

সম্পর্কিত খবর