ঢাকা: ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে কর্মসূচির সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সকালে না হয়ে বিকেলে পালন করা হবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, এরইমধ্যে ১৫ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনে ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর সারাদেশে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে ওই দুই দিন সকালে বিসিএস পরীক্ষা থাকায় পরীক্ষার পরিবেশ নিশ্চিত করার স্বার্থে বিকেলে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীদের প্রস্তুতি ও অংশগ্রহণে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য সারাদেশের শাখাগুলোকে সকালবেলায় কোনো কর্মসূচি না করার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া, জামায়াত পরীক্ষার্থীদের সফলতা কামনা করে জানিয়েছে, তারা যেন যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারেন এবং ভবিষ্যতে “নতুন বাংলাদেশ বিনির্মাণে” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।