ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে আহ্বায়ক করে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) নতুন কমিটি ঘোষণা করেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ্যাবের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং ৩৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা হয়েছেন প্রকৌশলী এ এন এইচ আক্তার হোসেন। এ ছাড়া উপদেষ্টা কমিটিতে রয়েছেন প্রকৌশলী মোহাম্মদ মহসিন আলী, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, প্রকৌশলী মোয়েদ রুমি, প্রকৌশলী আব্দুর রউফ, প্রকৌশলী ড. রিয়াজ হাসান খন্দকারসহ আরও অনেকে। উপদেষ্টা কমিটিতে কয়েকজন সাবেক সংসদ সদস্যও অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের মধ্যে আছেন প্রকৌশলী মনজুরুল এহসান, প্রকৌশলী গোলাম মোস্তফা, প্রকৌশলী শহিদুজ্জামান এবং প্রকৌশলী ফজলুল আজিম।
অন্যদিকে আহ্বায়ক কমিটির ৫১ সদস্যের মধ্যে আছেন প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, প্রকৌশলী খান মনজুর মোর্শেদ, প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম, প্রকৌশলী আবুল কাশেম মিয়া, প্রকৌশলী নুরুল হক নূরু, প্রকৌশলী সফিকুল ইসলাম খান, প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদসহ আরও অনেকে।
এ ছাড়া এ্যাবের সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটির কয়েকজন সদস্যকেও নতুন আহ্বায়ক কমিটির দাফতরিক দায়িত্ব দেওয়া হয়েছে