Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ৭ দফা দাবিতে ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৮

সাত দফা দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ডিপ্লোমা শিক্ষার্থীরা।

কুষ্টিয়া: নিয়োগ ও বেতন স্কেল দশম গ্রেডে উন্নীতকরণসহ সাত দফা দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ডিপ্লোমা শিক্ষার্থীরা। এতে অংশ নেয় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটসহ আরও কয়েকটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী কুষ্টিয়া শহরের ব্যস্ততম এলাকা মজমপুর গেট বন্ধ করে অবরোধ কর্মসূচি বিক্ষোভ করেন ডিপ্লোমা শিক্ষার্থীদের কয়েকটি সংগঠন।

শিক্ষার্থীদের সাত দফা দাবিগুলো হলো-ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য দশম গ্রেট বরাদ্দ, কারিগরী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে থেকে হতে হবে, উচ্চ শিক্ষার জন্য সুযোগ বৃদ্ধি, ক্রাফটে কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত তাদেরকে নিয়োগ, সব প্রতিষ্ঠানে শিক্ষক সংকটপূর্ণ, কাজ শেখানোকে গুরুত্ব দিতে হবে যেন বাইরে টাকা দিয়ে কোর্স করতে না হয়, বেসরকারি চাকরির ক্ষেত্রে বেতন স্কেল নির্ধারণ।

বিজ্ঞাপন

এই সব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ডিপ্লোমা শিক্ষার্থীরা।

এ সময় বিক্ষোভের নেতৃত্ব দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াস`এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) এর কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক প্রকৌশলী মো. আশরাফ আলী, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সদস্য সচিব মারুফ হোসেন পিয়াসসহ আরও অনেক।

সারাবাংলা/এসডব্লিউ

৭ দফা দাবি ডিপ্লোমা শিক্ষার্থী সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর