Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা জাগপার

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩২ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৩

রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাগপার সংবাদ সম্মেলন।

ঢাকা: জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচন ও উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচনসহ সাত দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, “লড়াই ছাড়া মেহনতি জনতার মুক্তি নেই।”

জাগপার ৭ দফা দাবি:

১. জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও এর আলোকে জাতীয় নির্বাচন আয়োজন।
২. শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা।
৩. আওয়ামী আমলে সংঘটিত গণহত্যা, জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমানকরণ।
৪. ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের গোপনে সম্পাদিত অসম সব চুক্তি প্রকাশ ও বাতিল।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।
৬. জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন।
৭. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে ভারতের প্রভাবমুক্ত নির্বাচন।

বিজ্ঞাপন

ঘোষিত কর্মসূচি:

১৮ সেপ্টেম্বর: রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল
১৯ সেপ্টেম্বর: সকল বিভাগীয় শহরে গণসংযোগ
২৬ সেপ্টেম্বর: সব সাংগঠনিক জেলায় বিক্ষোভ মিছিল

সংবাদ সম্মেলনে রাশেদ প্রধান অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না; এটি ছিল ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধেও।” তিনি দাবি করেন, দিল্লিতে “রাষ্ট্রীয় মর্যাদায় আশ্রয়ে থাকা” শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্যও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, মুক্তিযোদ্ধা সৈয়দ মো. সফিকুল ইসলাম, ভিপি মু. মুজিবুর রহমান, হাজী মো. হাসমত উল্লাহ, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু ও সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার প্রমুখ।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

৭ দফা দাবি কর্মসূচি ঘোষণা জাগপা জাতীয় গণতান্ত্রিক পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর