Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলজিয়ামের ভিসা পেতে বাংলাদেশিদের যেতে হবে দিল্লি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৭ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৪

ছবি: সংগৃহীত

ঢাকা: এখন থেকে বেলজিয়ামের ভিসা আবেদন আর গ্রহণ করবে না ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস। ফলে বেলজিয়ামের ভিসা আবেদন করতে হলে বাংলাদেশিদের দিল্লি যেতে হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিল্লি বেলজিয়াম দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে আরও বলা হয়, দিল্লির ভিএফএস গ্লোবালে ভিসা আবেদনে করার পর একটি এপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে এবং সশরীরে ভিসা আবেদনের ফাইল নয়াদিল্লিতে ভিএফএস অফিসে জমা দিতে হবে। অস্থায়ীভাবে আগামী এক মাসের জন্য এই ব্যবস্থা করা হয়েছে।

দিল্লির বেলজিয়ামের দূতাবাস বলেছে, ‘আমরা দ্রুত ঢাকার ভিএফএসর মাধ্যমে ভিসা আবেদন গ্রহণ করার চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাংলাদেশে বেলজিয়ামের দূতাবাস নেই। তবে ঢাকার সুইডিশ দূতাবাস বেলজিয়ামের ভিসা আবেদন জমা নিত। এখন থেকে ঢাকার সুইডিশ দূতাবাস বেলজিয়ামের ভিসা আবেদন জমা নেবে না।

সারাবাংলা/একে/এসডব্লিউ

দিল্লি বেলজিয়ামের ভিসা ভিসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর