Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের মানববন্ধন


৮ জুলাই ২০১৮ ১১:৩৮

।। ঢাবি করেসপন্ডেন্ট।।

ঢাকা:

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদসহ কোটা সংস্কার সকল আটককৃত‌দের মু‌ক্তির দা‌বি‌তে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের ব্যাংক এ্যান্ড ইন্সুরেন্সসহ ব্যবসায় শিক্ষা অনুষ‌দের ছাত্র-ছাত্রীরা।

রোববার (৮ জুলাই) সকাল সোয়া ১০টার দি‌কে ব্যবসায় শিক্ষা অনুষদ ভব‌নে তারা মানববন্ধন করেন। এ‌তে অংশ নেন প্রায় ২শ শিক্ষার্থী

এ সময় শিক্ষার্থীরা কোটা সংস্কার আ‌ন্দোল‌নের যুগ্ম আহ্বায়ক রা‌শেদসহ আটককৃত সক‌লের মুক্তি দা‌বি ক‌রেন। আন্দালনকারী‌দের ওপর হামলাকারী‌দের চি‌হ্নিত ক‌রে দৃষ্টান্তমূলক শা‌স্তির দা‌বিও জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া নুজাইরা না‌মের এক ছাত্রী ব‌লেন, আমাদের বিভাগের বড় ভাই রা‌শেদ‌কে অ‌যৌ‌ক্তিক মামলা দি‌য়ে রিম‌া‌ন্ডে নেওয়া হ‌য়ে‌ছে। আমরা তার মু‌ক্তি চাই। আ‌রেকজন ছাত্র জানান, তারা নিরাপদ ক্যাম্পাসের দা‌বি‌তে দাঁ‌ড়ি‌য়ে‌ছেন।

মানবন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বি‌ভিন্ন ধর‌নের প্ল্যাকার্ড বহন ক‌রেন। এতে লেখা ছিল, ‘ভাই‌য়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, প্রশাসন নিরব কে‌নো ভি‌সি স্যার জবাব চাই; রা‌শেদ নু‌রের‌ নিঃশর্ত মু‌ক্তি চাই; শা‌ন্তিপূর্ণ ক্যাম্পাস চাই’।

এদিকে, অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে ব্যবসায় শিক্ষা অনুষ‌দের শিক্ষার্থীরা।

সারাবাংলা/কেকে/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ

আরো

সম্পর্কিত খবর