চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা। প্যানেল আকারে মনোনয়নপত্র সংগ্রহ না করায় আপাতত প্রতিদ্বন্দ্বী এ দুই সংগঠনে ভিপি-জিএস কিংবা অন্যান্য পদে কারা প্রার্থী হচ্ছেন, তা জানতে অপেক্ষার পালা বাড়ল।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদল নেতারা বলেছেন, প্যানেল বা জোটের বিষয়ে তারা কেন্দ্রের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। আর ছাত্রশিবিরের নেতারা আগামীকাল (বুধবার) সবকিছু পরিষ্কার করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন। তবে মনোনয়নপত্র সংগ্রহের পর উভয় সংগঠনের নেতারা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, ‘আমরা চাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি। তবে আমাদের প্যানেল বা জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এসব সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর আমরা সবাইকে জানিয়ে দেব।’
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছি। এই প্রশাসন জামায়াত-শিবিরের সঙ্গে মিলেমিশে একাকার। তবুও আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি।’
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিকেল ৩টার দিকে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। তাদের নেতাকর্মীদের এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখা যায়। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্যানেলের সদস্যরা আপাতত এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামীকাল (বুধবার) অফিসিয়ালি আমাদের প্যানেল ঘোষণা করা হবে।’
এদিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ছাত্রশিবিরও। সংগঠনটির চবি শাখার সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘নির্বাচন পরিচালনা কমিটির ৬০ শতাংশ কর্মকর্তা-কর্মচারী একটা দলের সঙ্গে সম্পৃক্ত। আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দিহান। তবে আমরা আশা করছি, নির্বাচনে সকল অনিয়ম, কারচুপি শিক্ষার্থীরা রুখে দেবে।’
জানতে চাইলে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘উৎসবমুখর পরিবেশে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ হচ্ছে। এখন পর্যন্ত কোনো প্রার্থী বিশৃঙ্খলা করেনি। আমরা আশা করছি, সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচন পরিচালনা করতে পারব।’