Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগছাস থেকে ঢাবি শাখার মুখপাত্রের পদত্যাগ

ঢাবি করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৭ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১১

মো. হাসিবুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) থেকে পদত্যাগ করেছেন দলটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র মো. হাসিবুল ইসলাম।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি নিজের পদত্যাগের কথা জানান।

ওই পোস্টে হাসিব লিখেন, ‘গত ১৯ আগস্ট আমি গণতান্ত্রিক ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আহ্বায়কের নিকট আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার দায়িত্বকালীন সময়ে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো পরিচালনার চেষ্টা করেছি। সাংগঠনিক দায়িত্ব পালনকালে আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে, তা সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন—এই প্রত্যাশা করি।’

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ আমার কাছে শুধু একটি সংগঠন নয়, বরং আবেগ ও অনুভূতির নাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও গণতান্ত্রিক ছাত্র সংসদ শিক্ষার্থীদের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গা হয়ে থাকবে। সত্য আর ন্যায়ের মিছিলে আমি সবসময় থাকতে ওয়াদাবদ্ধ। গণঅভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে। জুলাইয়ে দেশ ও জনতার প্রতি যে কমিটমেন্ট গড়ে উঠেছিল, তা বাস্তবায়নে সামনে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।’

সারাবাংলা/কেকে/এইচআই

গণতান্ত্রিক ছাত্র সংসদ পদত্যাগ বাগছাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর