Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ৮০ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৫ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৪

কষ্টিপাথরের মূর্তিসহ আটক দুই আসামি

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের দুটি মূর্তিসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। সোমবার রাতে উপজেলার বেনিদুয়ার এলাকায় অভিযান চালিয়ে আটক করার পর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ধামইরহাট থানায় পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গ্রেফতার আসামিরা হলেন- ধামইরহাট উপজেলার জয়জয়পুর এলাকার মৃত ছয়েফ উদ্দিন মন্ডলের ছেলে মামদুল ইসলাম (৪৫) ও দুর্গাপুর এলাকার ময়েন উদ্দিন মন্ডলের ছেলে তরিকুল ইসলাম (৩৫)।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতার মামদুল ও তরিকুল প্রাচীন পুরাকীর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা কষ্টি পাথর এর মূল্যবান মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করতো। এরপর সুযোগ বুঝে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫ এর একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

বিজ্ঞাপন

এরই প্রেক্ষিতে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল ধামইরহাট থানার বেনিদুয়ার এলাকায় রাতে অভিযান চালায়। অভিযানে মূর্তি পাচারকারী চক্রের মামদুল ও তরিকুলকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে একটি কষ্টি পাথর এর দেবী পার্বতী মূর্তি উদ্ধার করা হয়। ২৪.৫ ইঞ্চি উচ্চতার ওই মূর্তিটির ওজন ২৫.১ কেজি। যার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা।

সারাবাংলা/এসএস

উদ্ধার কষ্টিপাথর গ্রেফতার নওগাঁ মূর্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর