হামলার প্রতিবাদে ঢাবিতে নিপীড়নবিরোধী শিক্ষকদের পদযাত্রা
৮ জুলাই ২০১৮ ১১:৩৭ | আপডেট: ৮ জুলাই ২০১৮ ১২:২১
।। ঢাবি করেসপন্ডেন্ট ।।
ঢাকা: সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদসহ কোটা সংস্কার আন্দোলনে সকল সকল নেতাকর্মীদের মুক্তি ও কর্মসূচিতে হামলাকারীদের বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পদযাত্রা করেছেন নিপীড়নবিরোধী শিক্ষকরা।
রোববার (৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ পদযাত্রা শুরু হয়।
পদযাত্রায় উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীম উদ্দীন খানসহ অন্যান্যরা।
সারাবাংলা/কেকে/একে