Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদীয় আসন পুনর্বহাল
ভাঙ্গায় শনিবার পর্যন্ত বিক্ষোভ-অবরোধ স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৪ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২০:২০

ভাঙ্গায় অবরোধ প্রত্যাহারের পরে সড়কের অবস্থা। ছবি: সারাবাংলা

ফরিদপুর: সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় চলমান বিক্ষোভ-অবরোধ কর্মসূচি আগামী শনিবার পর্যন্ত স্থগিত করেছে সর্বদলীয় ঐক্য পরিষদ।

জেলা প্রশাসকের আশ্বাস এবং দুর্গাপূজা উপলক্ষ্যে মানুষের ভোগান্তি বিবেচনায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার পর থেকে এ কর্মসূচি স্থগিত করা হয়।

তবে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আগামী রোববার (২১ সেপ্টেম্বর) মধ্যে তাদের পাঁচ দফা দাবি না মানা হলে পুনরায় লাগাতার আন্দোলন শুরু হবে।

সর্বদলীয় ঐক্য পরিষদের পক্ষে আলগী ইউনিয়নের বাসিন্দা ও নাগরিক ঐক্য পরিষদের সমন্বয়ক মো. পলাশ মিয়া জানান, দুপুর দেড়টায় ভাঙ্গা ঈদগাহ জামে মসজিদ চত্বরে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেছ আলী ইছার উপস্থিতিতে আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ভাঙচুর ও নাশকতার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে ভাঙ্গায় শান্তি মিছিল করেছে। মঙ্গলবার দুপুরে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড থেকে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলীর নেতৃত্বে এ মিছিল বের হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভাঙ্গা এক্সপ্রেস দক্ষিণপাড়া হয়ে পুনরায় বাজারে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সৈয়দ মোদাররেছ আলী বলেন, ‘ভাঙ্গাবাসির আন্দোলনের শুরু থেকেই বিএনপি ছিল, নেতৃত্ব দিয়েছে তারা। তবে উচ্চ আদালতে বিষয়টি ওঠার পর আন্দোলন থেকে বিএনপি নেতাকর্মীরা বিরত ছিল। এ সুযোগে ফ্যাসিস্টদের দোসররা আন্দোলনে অনুপ্রবেশ করে ভাঙচুর চালিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

তিনি আরও বলেন,‘শুধু ভাঙ্গা উপজেলা নিয়েই ফরিদপুর-৫ নামে একটি সংসদীয় আসন ছিল। ২০০৮ সালে তৎকালীন ইসি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে ফরিদপুর-৪ আসন গঠন করে। সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নকে ফরিদপুর-২ এ সংযুক্ত করা হয়। এবার বর্তমান ইসি ভাঙ্গার দুটি ইউনিয়ন—আলগী ও হামিরদী কেটে নিয়ে নগরকান্দা-সালথাসহ ফরিদপুর-২ এ যুক্ত করেছে। আমরা অভিন্ন ভাঙ্গা চাই এবং এ দুটি ইউনিয়নকে পুনরায় ভাঙ্গায় ফেরত দেওয়ার দাবি জানাই।’

সৈয়দ মোদাররেছ আলী আরও জানান, এ বিষয়ে হাইকোর্টে রিট করা হয়েছে এবং আগামী ২১ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে। ‘আমরা আশা করি সেদিন ন্যায়বিচার মিলবে,’ যোগ করেন তিনি।

সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা ও ভাঙ্গা বাজার শাখার এনসিপির প্রধান সমন্বয়ক মো. আশরাফসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর