Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহাজ কাটার সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৮ শ্রমিক ‎

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫১ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২০:২০

ফাইল ছবি।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় আগুন লেগে ৮ শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে শিল্প পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার সোনাইছড়ি এলাকায় জিরি সুবেদর শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মোক্তার শেখ, শহীদুর রহমান, ফারুক, দুলাল ও হানিফ আলী।

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই কারখানায় জাহাজ কাটার কাজ চলছিল। ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় আগুনের স্ফূলিঙ্গ গিয়ে পড়ে ইঞ্জিন কক্ষের পোড়া মোবিল কিংবা ছড়িয়ে-ছিটিয়ে থাকা কোনো দাহ্য বস্তুতে। এতে আগুন লেগে যায়। আগুনে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। শিপ ইয়ার্ডের নিজস্ব ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে অবশ্য আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।’

বিজ্ঞাপন

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, দগ্ধ আট শ্রমিকের মধ্যে শহীদুর ও ফারুকের অবস্থা গুরুতর। তাদের শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে। বাকিদের হাতে ও পায়ে আগুনের তাপ লেগে ১০ শতাংশের মতো পুড়ে গেছে। এদের মধ্যে পাঁচজনকে নগরীর মেহেদিবাগে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনকে সাগরিকায় গ্রীণ শিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসপি আবদুল্লাহ আল মাহমুদ জানান, কারখানাটিতে ২০০ শ্রমিক কর্মরত ছিলেন। এদের মধ্যে ১৬০ জন অস্থায়ী শ্রমিক। আগুনে দগ্ধ সবাই অস্থায়ী শ্রমিক হিসেবে ওই কারখানায় কর্মরত ছিলেন।

সারাবাংলা/আরডি/এইচআই

আগুন দগ্ধ শিপ ব্রেকিং ইয়ার্ড শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর