Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাতিসংঘে প্রতিদ্বন্দ্বিতা ঘোষণার আগে ফিলিস্তিন যোগাযোগ করেনি’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৮ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২১

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা: ‘ফিলিস্তিনের মুখোমুখি বাংলাদেশ’- গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদ নিয়ে বিস্ময় প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা চার বছরে আগের। প্রার্থী ঘোষণার আগে ফিলিস্তিনি বাংলাদেশের সঙ্গে কোনো যোগাযোগ করেনি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কাতারে ইসারেয়েলর হামলার পর ইসলামিক সম্মেলনে অংশ নিয়ে দেশে ফিরে সচিবালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ঢাকার একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশ ও ফিলিস্তিন প্রতিদ্বন্দ্বিতা করবে। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন, ‘পত্রিকায় লেখা হয়েছে বাংলাদেশ ফিলিস্তিনের মুখোমুখি। তবে হেডলাইন লেখা উচিত ছিল, ফিলিস্তিন বাংলাদেশের মুখোমুখি। কেননা চার বছর আগে আমরা প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলাম।’

তিনি বলেন, ‘আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল সাইপ্রাসের। তবে ফিলিস্তিন অনেক পরে এতে যোগ দেয়। তারা আমাদের সঙ্গে যোগাযোগও করেনি। যোগাযোগ করাটা স্বাভাবিক ছিল।’

কাতারে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে জরুরি যৌথ আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘কাতারে খুবই অপ্রত্যাশিভাবে ইসরায়েল একটি হামলা চালিয়েছে। সবচেয়ে অদ্ভুত বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগেই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধে সমঝোতার চেষ্টা চলছিল। তবে আলোচনা করতে গিয়ে আলোচকদের মেরে ফেলা খুবই অদ্ভুত বিষয়।’

তিনি আরও বলেন, ‘সমঝোতার লক্ষ্যে যে আলোচনা, সেখানে আলোচকদের মেরে ফেললে আলোচনা হবে কী করে। আর সেখানে সেই ঘটনাই ঘটেছে। কাতারে আমাদের মূল আলোচনা ছিল, এ ঘটনায় কাতারের প্রতি সমর্থন ও সমবেদনা জানানো। আর ইসরায়েল যে গর্হিত কাজ করেছে তার নিন্দা জানানো। সেটাই আমরা করেছি।’

সারাবাংলা/একে/পিটিএম

তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর