Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার এনবিআর’র ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৯ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৫

জাতীয় রাজস্ব বোর্ড। ফাইল ছবি

ঢাকা: এবার ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়ন করা হয়।

এর মধ্যে এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩ এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের সই করা এক প্রজ্ঞাপনে ৪৫৯ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। দ্বিতীয় সচিবের সই করা অপর এক প্রজ্ঞাপনে আরও ৯৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়নের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর অগে, সোমবার (১৫ সেপ্টেম্বর) ১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে এনবিআর। গেল কয়েক মাস ধরেই এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের বদলি করা হচ্ছে। এনবিআর বিলুপ্তির আন্দোলনের সঙ্গে জড়িত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন দফতরে বেশ কয়েক মাস ধরেই ব্যাপক রদবদল চলছে।

বিজ্ঞাপন

এদিকে, মানিল্ডারিংয়ের অপরাধে গ্রেফতারে হয়ে কারাগারে অবস্থানরত গাজীপুর কর অঞ্চলের সার্কেল ৪ এর কর পরিদর্শক আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছ এনবিআর।

মঙ্গলবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলাম দুদকের বিশেষ মামলায় দুর্নীতি দমন কমিশন আইনে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের এক ধারায় গ্রেফতার হয়ে কারাগারে অবস্থান করছেন। সরকারি চাকরি আইনের ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় গ্রেফতার হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক তাকে সাময়িক বরখাস্ত করার বিধান রযেছে। ফলে তাকে সংশ্লিষ্ট কর কমিশনারের কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

এছাড়া, গতকাল সোমবারও (১৫ সেপ্টেম্বর) ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’র কারণে গাজীপুরের কর অঞ্চল-১০ এর কর পরিদর্শক মিজ কাজী নূরে সোহেলাকে বরখাস্ত করে এনিআর।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

এনবিআর বদলি সহকারী রাজস্ব কর্মকর্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর