Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলডিসি গ্র্যাজুয়েশন ৩ বছর পেছানোর চেষ্টা চলছে: বাণিজ্য সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪১ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪০

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পেছানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

বাণিজ্য সচিব বলেন, আমরা বেশ আগে থেকেই এই চেষ্টা করছি, জাতিসংঘ রেজোল্যুশনে এ সংক্রান্ত বিষয় আনার চেষ্টা করছি, যাতে তিন বছর ডেফার করতে পারি এলডিসি গ্র্যাজুয়েশন। তবে এক্ষেত্রে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই।

কারণ হিসেবে তিনি বলেন, এ ধরনের প্রস্তাব যখন তোলা হয়, তখন আমাদের বন্ধু রাষ্ট্র জাপান, তুরস্কের মতো দেশগুলো এর বিরোধিতা করে। আমরা এবার চেষ্টা করছি, তাদের সহায়তা নেওয়ার জন্য।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশ হওয়ার কথা রয়েছে। তবে দেশের ব্যবসায়ীরাসহ অনেকেই এটি ২০৩২ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার দাবি তুলছে।

সারাবাংলা/আরএস

৩ বছর পেছানোর চেষ্টা এলডিসি গ্র্যাজুয়েশন বাণিজ্য সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর