ঢাকা: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া ৩১টি রাজনৈতিক দলের মধ্যে ২৬টি দলই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তাহের বলেন, কিছু দল শুধুমাত্র উচ্চকক্ষে পিআর ব্যবস্থার দাবি তুলেছে, তবে জামায়াতসহ বেশ কয়েকটি দল উভয় কক্ষে পিআর পদ্ধতি চায়। তাহের আরও জানান, কমপক্ষে একবারের জন্য হলেও জামায়াত পিআর পদ্ধতিতে নির্বাচন দেখতে চায়।
তিনি অভিযোগ করে বলেন, “জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়ার যে রাজনৈতিক সংস্কৃতি চালু আছে, তা পরিবর্তন করা জরুরি।”
এসময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও উপস্থিত ছিলেন। তিনি জানান, ইউরোপিয়ান পার্লামেন্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে এবং বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে বিশদ আলোচনা হয়েছে।