বাঁচা মরার ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আবুধাবিতে মাঠে নেমেছে লিটন দাসের দল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল।
প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয়ের পর ফুরফুরে মেজাজে ছিল বাংলাদেশ দল। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে বড় ব্যবধানে হেরে খাদের কিনারায় চলে গেছেন লিটন দাসরা।
আফগানদের বিপক্ষে ম্যাচে তাই ৪ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। একাদশে এসেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।
আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন পারভেজ ইমন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও শেখ মাহেদি।
বাংলাদেশ একাদশ- লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
আফগানিস্তান একাদশ- রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, নুর আহমেদ, ফজলহক ফারুকি ও এএম গজনফর।