Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভেম্বরের মধ্যেই জবি শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি দেওয়া হবে: ইউজিসি চেয়ারম্যান

জবি করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৮ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৯

(ইউজিসি) চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজের সঙ্গে জবি শিবিরের প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা নভেম্বরের মধ্যেই সম্পূরক বৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই সাক্ষাতের পর বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীরা দুই উৎস থেকে আবাসন বৃত্তির অর্থ পাবে। এর একটি অংশ আসবে অর্থ মন্ত্রণালয় থেকে এবং অন্যটি ইউজিসি থেকে। অক্টোবরের মধ্যেই ইউজিসি তাদের অংশ ছাড় করবে, যা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এ বছরের নভেম্বরের মধ্যে ‘হিট প্রজেক্ট’ থেকে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য আরোও একটি বরাদ্দ দেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচন প্রসঙ্গে রিয়াজুল ইসলাম বলেন, ‘জকসু নির্বাচনের জন্য ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয় যে নীতিমালা তৈরি করে, তা ইউজিসিতে পাঠানো হয়েছিল। তবে দুটি ভুল থাকায় এটি সংশোধনের জন্য আগামীকাল বিশ্ববিদ্যালয়ে ফেরত পাঠানো হবে। যদি সংশোধিত নীতিমালা বৃহস্পতিবারের মধ্যে আবার ইউজিসিতে পৌঁছায়, তবে রোববার তা আইন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হবে ।’

এর আগে ২৭ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় জকসু গঠনের জন্য নীতিমালার প্রস্তাব অনুমোদন করা হয়। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য ৩১ আগস্ট নীতিমালা ইউজিসিতে পাঠানো হয়।