Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এআই ও আইওটি কনসালটেন্সি সেবা চালু করল ‘সার্ভিসিং২৪’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:০১

ঢাকা: বিশ্বব্যাপী ব্যবসার ধরন পাল্টে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ইন্টারনেট অব থিংস (আইওটি)। আধুনিক ব্যবসায় এখন আর শুধু উৎপাদন ও ট্র্যাডিশনাল মার্কেটিং যথেষ্ট নয়; ডিজিটাল প্ল্যাটফর্ম, ডেটা-ভিত্তিক সিদ্ধান্ত এবং স্মার্ট টেকনোলজি ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। এ বাস্তবতায় ব্যবসার জন্য পূর্ণাঙ্গ ডিজিটাল ট্রান্সফরমেশন সল্যুশন নিয়ে এসেছে দেশীয় প্রতিষ্ঠান ‘সার্ভিসিং২৪’।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটি নির্ভর এই কনসালটেন্সি সেবা ব্যবসায়িক পরিকল্পনা থেকে শুরু করে অটোমেশন, সাইবার সিকিউরিটি ও রিয়েল-টাইম মনিটরিং পর্যন্ত বিস্তৃত থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বলাই বাহুল্য যে, বর্তমানে ব্যবসায়িক কর্মকাণ্ডে ডেটার ব্যবহার সর্বত্র। গ্রাহক ও ব্যবসার বৃহৎ ডেটা ভাণ্ডার কাজে লাগিয়ে এআই এবং আইওটি বিভিন্ন প্রযুক্তি ডিভাইস ও সিস্টেমকে রিয়েল-টাইমে মনিটর করে স্মার্ট ডিসিশন নেওয়া, ব্যবসার বিকাশ, অধিক মুনাফা অর্জনে সাহায্য করছে। তবে, একটি প্রতিষ্ঠান চাইলেই এআই এবং আইওটি বিষয়ক সেবার পূর্ণ বেনিফিট নিতে পারে না বরং কিছু প্রস্তুতি নিতে হয়। যেমন- ডেটা সংগ্রহ ও ম্যানেজমেন্টে দক্ষতা অর্জন, সঠিক ইনফ্রাস্ট্রাকচার (সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্ক) তৈরি, কর্মীদের ডিজিটাল স্কিল উন্নয়ন, সাইবার সিকিউরিটি আপগ্রেড ইত্যাদি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়িক ডিজিটালাইজেশনে ইতিবাচক দিক অনেক। কাস্টমার বিহেভিয়ার থেকে শুরু করে প্রোডাকশন প্ল্যান, সবকিছুতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, অটোমেশনের মাধ্যমে অল্প জনবল দিয়েই বড় আকারের কাজ সম্পন্ন ইত্যাদি করা সম্ভব। এতে খরচ সাশ্রয় হয় – ম্যানুয়াল ত্রুটি কমে, উৎপাদনশীলতা বাড়ে, সিকিউরিটি শক্তিশালী হয় এবং সাইবার আক্রমণ প্রতিরোধ সহজ হয়। সবমিলিয়ে কাস্টমার এক্সপেরিয়েন্স উন্নত হবার পাশাপাশি গ্রাহক পান নিরবচ্ছিন্ন সেবা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সার্ভিসিং২৪’ এর নতুন চালু এই করা সেবা- ব্যবসা প্রতিষ্ঠানের ডিজিটাল ট্রান্সফরমেশন পরিকল্পনা তৈরি, এআই-ভিত্তিক ডেটা অ্যানালাইসিস ও অটোমেশন গড়ে তোলা, আইওটি ইন্টিগ্রেশন এর মাধ্যমে সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্ককে স্মার্টভাবে সংযুক্ত করা, সাইবার সিকিউরিটি শক্তিশালী করা, ক্লাউড ও হাইব্রিড ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট সহজ করা, রিয়েল-টাইমে সিস্টেম ট্র্যাক করা এবং দ্রুত সাপোর্ট ও সমাধান ইত্যাদি বিষয়ে সাহায্য করবে।

এ সম্পর্কে সার্ভিসিং২৪-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসির ফিরোজ বলেন, ‘এআই এবং আইওটি কনসালটেন্সি সেবার মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের ব্যবসার পরিধি বিস্তারে সহায়ক ভূমিকা রাখতে পারব বলে আশা করি। এতে তাদের খরচ কমে যাবে, মুনাফা বৃদ্ধি পাবে। ফলে ব্যবসা হয়ে উঠবে ফিউচার-রেডি ও প্রতিযোগিতামূলক। নতুন নতুন সেবার মাধ্যমে আমরা সবসময় গ্রাহকদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সারাবাংলা/ইএইচটি/এসএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর