শ্রীলংকার কাছে বড় ব্যবধানে হেরে খাদের কিনারায় চলে গিয়েছিলেন তারা। আফগানিস্তানের বিপক্ষে আজ জয়ের বিকল্প ছিল না লিটন দাসের দলের সামনে। বড় পুঁজি না পেলেও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে বাংলাদেশ। আফগানদের ৮ রানে হারিয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ দল।
আফগানদের সামনে লক্ষ্য ছিল ১৫৫। রানের খাতা না খুলতেই তারা হারায় অটলকে। ইব্রাহিম জাদরানও ফেরেন ৫ রান করে। প্রাথমিক ধাক্কা সামলে দলকে এইগ্যে নিয়ে যাচ্ছিলেন গুরবাজ-নাইব জুটি।
নাইবকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন রিশাদ। গুরবাজকে ফিরিয়ে বাংলাদেশকে বড় ব্রেকথ্রু এনে দেন এই স্পিনারই।
ওমরজাইয়ের ঝড়ো ইনিংসে আবারও জয়ের স্বপ্ন দেখতে শুরু করে আফগানিস্তান। রশিদ খানও কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিং ও ফিল্ডারদের অসাধারণ সহয়তায় সেটা আর হয়ে ওঠেনি।
আফগানদের ইনিংস থামে ২০ তম ওভারের শেষ বলে ১৪৬ রানে। ৮ রানের এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এশিয়া কাপের সুপার ফোরে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ।
শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচে যদি আফগানরা জয় তুলে নেয়, তখন বাংলাদেশ ও আফগানদের পয়েন্ট হবে ৪। রান রেটে এগিয়ে থাকা আফগানরাই তখন যাবে সুপার ফোরে। তবে শ্রীলংকা সেই ম্যাচে জিতলে বাংলাদেশ চলে যাবে পরের রাউন্ডে।