Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার আপিল শুনানি পিছিয়ে ৯ জুলাই


৮ জুলাই ২০১৮ ১১:৫১

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে খালেদা জিয়ার করা আপিল শুনানি পিছিয়ে আগামীকাল ৯ জুলাই দিন ঠিক করেছেন হাইকোর্ট।

খালেদা জিয়ার আইনজীবীদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৮ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।

আগামীকাল ৯ জুলাই দুপুর দুইটায় শুনানির জন্য সময় নির্ধারণ করেন দেন আদালত।

আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।

এর আগে গত ৩ জুলাই এক আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ জুলাই শুনানির দিন ঠিক করেছিলেন হাইকোর্ট।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর, খালেদা জিয়ার বড় ছেলে ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়। এ রায়ের পর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া।

সারাবাংলা/এজেডকে/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর