Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে লাইনচ্যুত ৬ বগি উদ্ধার, ১৪ ঘণ্টা পর সচল ট্রেন চলাচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৯ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪২

লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে।

রংপুর: অবশেষে টানা ১৪ ঘণ্টা পর মেইল ট্রেন পদ্মরাগ এক্সপ্রেসের ছয়টি লাইনচ্যুত বগি উদ্ধারের পর রংপুরের পীরগাছা রেলস্টেশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার ইউসুফ আলী জানান, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে লাইনচ্যুত ট্রেনের বগির উদ্ধারকাজ শেষ করা হয়। ফলে এক নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করে। দ্বিতীয় নম্বর লাইনটি সচল করার চেষ্টা চলছে।

এর আগে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস রংপুরের পীরগাছা স্টেশনে প্রবেশের সময় হঠাৎ ৬টি বগি লাইনচ্যুত হয়। এতে করে রংপুরের সঙ্গে লালমনিরহাট, কুড়িগ্রামসহ দেশের সকল জেলার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

লালমনিরহাট রেলওয়ের ডিভিশনাল ইঞ্জিনিয়ার শিপন আলী জানান, রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ সম্পন্ন করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে লালমনিরহাট ডিভিশন চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ট্রেন লাইনচ্যুত হওয়ার জন্য রেলওয়ে কর্মীরা রেলের স্লিপার এবং অতিরিক্ত বৃষ্টির কারণে মাটি দেবে যাওয়াকে দায়ী করে বলেন, প্রয়োজনীয় সংস্কার না করার কারণে রংপুর-লালমনিরহাট রেললাইনের বহু জায়গায় ধস নামার উপক্রম হয়েছে। জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, গতকাল এই দুর্ঘটনার ফলে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার সম্পূর্ণ এবং নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের আংশিক রেল যোগাযোগ বিঘ্নিত হয়। বগি লাইনচ্যুতের ঘটনায় যাত্রীদের অনেকেই তাদের মালামাল হারানোর অভিযোগ করেন।

সারাবাংলা/এনজে

ট্রেন চলাচল সারাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর