লিবিয়া উপকূলে সুদানি শরণার্থী বহনকারী একটি নৌকায় আগুন লাগার ঘটনায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে মোট ৭৫ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। রোববার (১৪ সেপ্টেম্বর) এ ঘটনাটি ঘটে।
আইওএমের লিবিয়া অফিস জানিয়েছে, দুর্ঘটনায় বেঁচে যাওয়া ২৪ জনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।
এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। গত মাসে ইয়েমেন উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ৬৮ জন শরণার্থী ও অভিবাসীর মৃত্যু হয়।
আইওএমের পরিসংখ্যান অনুযায়ী, কেবল ভূমধ্যসাগরে গত বছর অন্তত ২ হাজার ৪৫২ অভিবাসী ও শরণার্থী প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন। সমুদ্রপথে ইউরোপে যাওয়ার অন্যতম ঝুঁকিপূর্ণ রুট এটি।
২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই দেশটি শরণার্থী ও অভিবাসীদের ইউরোপগামী রুটে পরিণত হয়েছে। গাদ্দাফি শাসনামলে আফ্রিকার অনেক মানুষ লিবিয়ায় কাজ পেতেন। কিন্তু গাদ্দাফির পতনের পর থেকে দেশটি সশস্ত্র সংঘাত ও মিলিশিয়াদের দখলদারিত্বে অস্থির হয়ে ওঠে। বর্তমানে লিবিয়ায় প্রায় ৮ লাখ ৬৭ হাজার অভিবাসী অবস্থান করছে।