Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিবিয়ায় শরণার্থী বহনকারী নৌকায় আগুন, নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৯ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:২২

ভূমধ্যসাগরে ছোট রাবার নৌকায় অপেক্ষা করছেন শরণার্থীরা। ছবি: আল জাজিরা

লিবিয়া উপকূলে সুদানি শরণার্থী বহনকারী একটি নৌকায় আগুন লাগার ঘটনায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে মোট ৭৫ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। রোববার (১৪ সেপ্টেম্বর) এ ঘটনাটি ঘটে।

আইওএমের লিবিয়া অফিস জানিয়েছে, দুর্ঘটনায় বেঁচে যাওয়া ২৪ জনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। গত মাসে ইয়েমেন উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ৬৮ জন শরণার্থী ও অভিবাসীর মৃত্যু হয়।

আইওএমের পরিসংখ্যান অনুযায়ী, কেবল ভূমধ্যসাগরে গত বছর অন্তত ২ হাজার ৪৫২ অভিবাসী ও শরণার্থী প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন। সমুদ্রপথে ইউরোপে যাওয়ার অন্যতম ঝুঁকিপূর্ণ রুট এটি।

বিজ্ঞাপন

২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই দেশটি শরণার্থী ও অভিবাসীদের ইউরোপগামী রুটে পরিণত হয়েছে। গাদ্দাফি শাসনামলে আফ্রিকার অনেক মানুষ লিবিয়ায় কাজ পেতেন। কিন্তু গাদ্দাফির পতনের পর থেকে দেশটি সশস্ত্র সংঘাত ও মিলিশিয়াদের দখলদারিত্বে অস্থির হয়ে ওঠে। বর্তমানে লিবিয়ায় প্রায় ৮ লাখ ৬৭ হাজার অভিবাসী অবস্থান করছে।

সারাবাংলা/এনজে

নিহত নৌকায় আগুন লিবিয়া সুদানি শরণার্থী

বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে রূপায়ণ গ্রুপ
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৩

আরো

সম্পর্কিত খবর