Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩২

কুষ্টিয়ায় পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

কুষ্টিয়া: সাত দফা দাবি আদায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পাঁচরাস্তার মোড়ে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এ সময় পলিটেকনিক শিক্ষার্থীরা বলেন, ‘বিএসসি ইঞ্জিনিয়াররা দশম গ্রেডে অন্তর্ভুক্ত হলে আমাদের চাকরির জায়গা সংকুচিত হয়ে যাবে। বিএসসিদেরও দাবিগুলো মেনে নেওয়ার ষড়যন্ত্র প্রায় শেষ। তাই আমাদের আর বসে থাকার সুযোগ নেই। সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

বিজ্ঞাপন

প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণেরও হুঁশিয়ারি দেন তারা। কর্মসূচি চলাকালে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দু’পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েক শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন।

সারাবাংলা/এসডব্লিউ

৭ দফা দাবি পলিটেকনিক শিক্ষার্থী বিক্ষোভ সড়ক অবরোধ

বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে রূপায়ণ গ্রুপ
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৩

আরো

সম্পর্কিত খবর