ঢাকা: আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের চারটি বিভাগে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে সারাদেশেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে চার বিভাগে কোথাও কোথাও ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। তবে সেদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রোববার (২১ সেপ্টেম্বর) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকবে, সঙ্গে থাকবে বজ্রপাত ও দমকা হাওয়া।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে।