ঢাকা: বাংলাদেশে ফ্রান্স ভিসা সেবা চালু করল ভিএফএস গ্লোবাল। এর মধ্যে দিয়ে ঢাকায় আধুনিক ভিসা আবেদনকেন্দ্রের যাত্রা শুরু হলো।
বুধবার থেকে ফ্রান্সের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ভিসা আবেদনকারীরা ঢাকার গুলশান এভিনিউতে অবস্থিত ভিসা আবেদনকেন্দ্রে সহজে তাদের আবেদন জমা দিতে পারবেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ভিএফএস গ্লোবালের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আবেদনকারীরা তাদের কেন্দ্রে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন এই লিঙ্কে গিয়ে। এ ছাড়াও, আবেদনকারীরা প্রিমিয়াম সার্ভিস, কুরিয়ার, ফর্ম পূরণসহ আরও বেশ কিছু সেবাও পাবেন।
ঢাকায় ফ্রান্স দূতাবাস এবং ভিএফএস গ্লোবাল একটি বিশ্বস্ত প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যা সরকার ও নাগরিকদের জন্য নিরাপদ গতিশীলতা নিশ্চিত করে যৌথভাবে আধুনিক ফ্রান্স ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করেছে।
এটি ঢাকার গুলশান এলাকায় অবস্থিত, যেখানে আবেদনকারীরা উন্নত ভিসা আবেদন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
১৭ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ফ্রান্সের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ভিসা আবেদনকারীরা অনলাইনে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট বুক করে ঢাকাস্থ আধুনিক ফ্রান্স ভিসা আবেদন কেন্দ্রে সহজেই আবেদন জমা দিতে পারবেন।
অ্যাপয়েন্টমেন্ট বুকিং এরইমধ্যে শুরু হয়েছে এবং আবেদনকারীরা ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারবেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নতুন ভিসা আবেদনকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশের ফ্রান্সের রাষ্ট্রদূত মহোদয়া মেরি মাসদুপুই।
ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই বলেন, ‘ফ্রান্স দূতাবাস এই নতুন ভিসা আবেদনকেন্দ্রের উদ্বোধন করতে পেরে অত্যন্ত আনন্দিত। ভিসা আবেদনের সংগ্রহ প্রক্রিয়া আউটসোর্স করার উদ্দেশ্য হলো বাংলাদেশি বাসিন্দাদের ভ্রমণ সহজ করা। এর ফলে প্রতিদিন আরও বেশি আবেদন জমা দেওয়া সম্ভব হবে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার অপেক্ষার সময় কমবে, আধুনিক পেমেন্ট অপশন যুক্ত হবে এবং সামগ্রিকভাবে আবেদনকারীর অভিজ্ঞতা উন্নত হবে। আমি জোর দিয়ে বলতে চাই যে ভিএফএস গ্লোবাল শুধুমাত্র আবেদনকারীদের স্বাগত জানাবে এবং তাদের ফাইল সংগ্রহ করবে। ভিসা প্রক্রিয়াকরণ সম্পূর্ণরূপে দূতাবাসের একক দায়িত্ব থাকবে।’
এই প্রশস্ত, আধুনিক কেন্দ্রে প্রশিক্ষিত কাস্টমার সার্ভিস প্রতিনিধিরা প্রতিটি ধাপে আবেদনকারীদের সহায়তা করবেন। সুবিধার কথা মাথায় রেখে ডিজাইন করা এই কেন্দ্রে রয়েছে নমনীয় পেমেন্ট অপশন (নগদ, কার্ড ও অনলাইন), সহজ অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং বাড়তি সময়ে আবেদন ও পাসপোর্ট সংগ্রহের সুবিধা।
ভিএফএস গ্লোবালের একজন মুখপাত্র বলেন, ‘বাংলাদেশি বাসিন্দাদের জন্য ফ্রান্স ভিসা সেবা চালু হওয়া ভ্রমণ সহজতর করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং বাংলাদেশ-ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে। ২০০৪ সাল থেকে ফ্রান্স সরকারের সঙ্গে ভিএফএস গ্লোবালের দীর্ঘমেয়াদি সম্পর্ক রয়েছে এবং আমরা এই অংশীদারিত্ব আরও বিস্তৃত করতে উচ্ছ্বসিত। আমরা আত্মবিশ্বাসী যে, এই ভিসা আবেদনকেন্দ্রগুলো বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ভ্রমণ চাহিদা পূরণে সহায়তা করবে এবং আবেদন জমা দেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও মসৃণ করে তুলবে।’
আবেদনকারীরা ভিসা জমা দেওয়ার অভিজ্ঞতা আরও উন্নত করতে ইচ্ছা করলে অতিরিক্ত সেবা নিতে পারবেন যেমন প্রিমিয়াম সার্ভিস, কুরিয়ার ও ফর্ম পূরণ ইত্যাদি। তবে উল্লেখযোগ্য যে, এসব অতিরিক্ত সেবা নেওয়া ভিসা আবেদনের সময়সীমা বা সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না।
২০০৪ সাল থেকে ভিএফএস গ্লোবাল ফ্রান্স সরকারের বিশ্বস্ত সহযোগী হিসেবে ভিসা সেবা দিয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ২৯টি দেশে ৭০টি ভিসা আবেদনকেন্দ্রের মাধ্যমে ফ্রান্সের পক্ষ থেকে সেবা প্রদান করছে।
ভিএফএস গ্লোবাল শুধুমাত্র ভিসা আবেদন প্রক্রিয়ার প্রশাসনিক কাজগুলো সম্পন্ন করে যেমন আবেদন ফর্ম সংগ্রহ, প্রয়োজনীয় নথি গ্রহণ এবং বায়োমেট্রিকস নেওয়া। ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সম্পূর্ণরূপে দূতাবাসের অধীন এবং এটি সেনজেন সমন্বয় ব্যবস্থার আওতাভুক্ত।
ফ্রান্স ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা: র্যাংস জেড স্কয়ার, লেভেল ৭, ১১৮ গুলশান এভিনিউ, গুলশান ২, ঢাকা।
কার্যক্রমের সময়: রবি –বৃহস্পতি, সকাল ৮:৩০–বিকেল ৪টা।