Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোট ব্যয় হবে ৮ হাজার ৩৩৩ কোটি টাকা
একনেকে ৭টি নতুন ও ছয় সংশোধিত প্রকল্প অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৩ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৮

ঢাকা: গ্যাস অনুসন্ধানে চারটি কূপ খনন এবং উপকূলীয় ও ঘুর্ণিঝড় প্রবণ এলাকায় বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র (৩য় পর্যায়) নির্মাণসহ ৭টি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১৮ কোটি ৫৭ লাখ টাকা।

এ ছাড়া ইতোপূর্বে অনুমোদিত ৬টি প্রকল্পের সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৩টি প্রকল্পে মোট ব্যয় বেড়েছে ৬৩৪ কোটি ৮১ লাখ টাকা এবং অপর ৩টি প্রকল্পে মোট ব্যয় কমেছে ৬৩৯ কোটি ১৫ লাখ টাকা।

সংশোধিত ৬ প্রকল্পে প্রকল্পে ব্যয় বাড়া-কমাসহ সব মিলিয়ে ১১টি প্রকল্পে মোট ব্যয় দাঁড়াচ্ছে ৮ হাজার ৩৩৩ কোটি ২৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ৪৩৭ কোটি ৮২ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ২২৫ কোটি ৩৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৬৭০ কোটি ৯ লাখ টাকা।

বিজ্ঞাপন

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব অনুমোদন দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন। এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় একনেক সভা।

বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ অনুমোদিত প্রকল্পগুলোর বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

সভায় অনুমোদিত ৭টি নতুন প্রকল্পের মধ্যে রয়েছে-  খুলনা পানি সরবরাহ প্রকল্প ফেজ-২ (ব্যয় হবে ২,৫৯৮ কোটি ৬০ লাখ টাকা);

৪টি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ (শাহবাজপুর-৫, ৭ এবং ভোলা নর্থ-৩, ৪) এবং ১টি অনুসন্ধান কূপ (শাহবাজপুর নর্থ-ইস্ট -১) খনন (ব্যয় হবে ১,৫৫৫ কোটি ৬৬ লাখ টাকা);

নেসকো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার মর্ডানাইজেশন প্রকল্প (ব্যয় হবে ১,১৮৪ কোটি ৪৩ লাখ টাকা);

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এর গবেষণাগারসমূহের সক্ষমতা বাড়ানোসহ আধুনিকায়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ব্যয় হবে ৮৬৬ কোটি ৫৫ লাখ টাকা);

উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্প (৩য় পর্যায়) প্রকল্প (ব্যয় হবে ৬৩৬ কোটি ১০ লাখ টাকা);

ইন্টিগ্রেটেড সার্ভিস অ্যান্ড লাইভহুড ফর ডিসপ্লেস পিপল ফ্রম মিয়ানমার অ্যান্ড হোস্ট কমিউনিটি ইম্প্রুভমেন্ট প্রকল্প (ব্যয় হবে ৬০০ কোটি টাকা) এবং

‘২০০০ হর্স পাওয়ার রিগ ক্রয় প্রকল্প’ (ব্যয় হবে ৫৭৭ কোটি ২৩ লাখ টাকা)।

সংশোধিত ৬টি প্রকল্প হচ্ছে-  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প-১ম পর্যায় (ব্যয় বেড়েছে ৪৭০ কোটি ৮৭ লাখ টাকা);

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কদমরসুল অঞ্চলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প (ব্যয় বেড়েছে ১০৬ কোটি ৮ লাখ টাকা);

তথ্য আপা : তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) (৩য় সংশোধিত) প্রকল্প (ব্যয় বেড়েছে ৫৭ কোটি ৮৬ লাখ টাকা);

শেখ হাসিনা স্পেশালাইজড জুট টেক্সটাইল মিল (১ম সংশোধিত সমাপ্তিকরণের উদ্দেশ্যে) প্রস্তাবিত ‘যমুনা স্পেশালাইজড জুট অ্যান্ড টেক্সটাইল মিল-১ম সংশোধিত (ব্যয় কমেছে ৪৭৯ কোটি টাকা);

এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (৩য় সংশোধন) প্রকল্প (ব্যয় কমেছে ১৫৮ কোটি ৯০ লাখ টাকা);

ঢাকার মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প (ব্যয় কমেছে ১ কোটি ২৫ লাখ টাকা)।

সারাবাংলা/আরএস

একনেক সভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর