Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার আরও ২ লকার জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৪ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৩

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা ওই লকার দুটি জব্দ করা হয় বলে সারাবাংলাকে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব।

সিআইসির ডিজি জানান, অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা শেখ হাসিনার দুটি লকার জব্দ করা হয়েছে। এর মধ্যে ৭৫৩ নম্বর লকারের চাবি নম্বর ২০০ ও ৭৫১ নম্বর লকারেরর চাবি নম্বর ১৯৬। সিআইসি এই দুটি লকার জব্দ করেছে।

এর আগে, গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা শেখ হাসিনার একটি লকার জব্দ করে সিআইসি। পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত ওই লকারের নম্বর ১২৮।

বিজ্ঞাপন

সিআইসির মহাপরিচালক সারাবাংলাকে সেদিন বলেন, ‘মতিঝিলের পূবালী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করা হয়েছে। লকার নম্বর ১২৮। আইনি প্রক্রিয়ায় সেটি খুলতে হবে। একটি চাবি মালিকের কাছে থাকে। আরেকটি ব্যাংকের কাছে। হয়তো লকারে কিছু আছে। আবার কিছু নাও থাকতে পারে। কিন্তু লকার তো আছে। আমরা এখন আইনি প্রক্রিয়ায় যাব।’

এদিকে, ১৭ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা জব্দ করা লকার দুটি খুলতেও আইনি পক্রিয়ায় যেতে হবে এনবিআরকে।

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ

এনবিআর লকার জব্দ শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর