Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ।

টাঙ্গাইল: বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদ ও কারিগরী ছাত্র আন্দোলনের উত্থাপিত ছয় দফা দাবি বাস্তবায়নে ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

প্রায় দুই ঘণ্টাব্যাপী অবরোধে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তি পোহায় দূরপাল্লার যাত্রীরা। সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে নানান স্লোগান দেয়। এ সময় দূরপাল্লার যাত্রীদের ভোগান্তির বিষয়টি উল্লেখ করে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবরোধ তুলে নেওয়ার জন্য শিক্ষার্থীদের বার বার আহ্বান জানায়। পরে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। ফলে দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

বিজ্ঞাপন

এর আগে, টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয়।

সারাবাংলা/এসডব্লিউ

ঢাকা-টাঙ্গাইল পলিটেকনিক শিক্ষার্থী মহাসড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর