Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষককে পিটিয়ে হত্যা, তিন ভাইসহ ৪ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৮ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৭

সিরাজগঞ্জ: রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সিরাজগঞ্জে আশরাফ আলী (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ জেলা আদালতের বিচারক ইকবাল হোসেন আসামিদের উপস্থিতে এই রায় দেন।

নিহত আশরাফ আলী সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে।

আদালতের (পিপি) এড. শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার বিষয়টি নিশ্চিত করে জানান, চারজনের যাবজ্জীবন ও অপর দুইজনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে আব্দুল আলিম, মোজাম শেখ, আব্দুর রউফ ও মৃত জেসার উদ্দিন খলিফার ছেলে মো. আবু বক্কার।

দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- একই গ্রামের আব্দুল আলিম শেখের ছেলে আব্দুল্লাহ ও আব্দুল সামাদের ছেলে মোস্তাফিজুর রহমান।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকালে আব্দুল আলিম শেখ গংদের সঙ্গে মো. আশরাফ আলীর রাস্তার নির্মাণ কাজ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে আব্দুল আলিম গংরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ছোড়া, লোহার রড, লাঠি, কাঠের বাটাম দিয়ে আশরাফ আলীর ওপর হামলা চালিয়ে মারপিট করে ফেলে রেখে চলে যায়। এ সময় আশরাফ আলীর মাথার পেছনের হাড় ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। ঘটনার দুই দিন পর ১১ সেপ্টেম্বর নিহত আশরাফ আলীর স্ত্রী সুফিয়া খাতুন ৬ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৫/৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার (এসআই) মো. ফারুক হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

জেল হত্যা দিবস আজ
৩ নভেম্বর ২০২৫ ১২:০৩

আরো

সম্পর্কিত খবর