Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২২

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

ময়মনসিংহ: প্রকৌশল সেক্টরে গঠিত তথাকথিত ‘অসম কমিটি’ প্রত্যাখ্যান এবং বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে প্রত্যাখ্যানের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার ১৭ (সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বাইপাস মোড়ে গিয়ে অবস্থান নেয়। এ সময় বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক তিন দফা দাবির বিরুদ্ধে স্লোগান দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, পরিকল্পিতভাবে ডিপ্লোমা প্রকৌশলীদের ঘাম, মেধা ও পরিশ্রমকে অবমূল্যায়ন করা হচ্ছে। এ সময় অসম কমিটি গঠন করে তাদের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

অবস্থান কর্মসূচি পলিটেকনিক শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর