Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১১ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো চক্রান্ত, ষড়যন্ত্র বা নাশকতা সৃষ্টি হতে দেওয়া যাবে না। সবাইকে সতর্ক থাকতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে যুগ যুগ ধরে মহিমান্বিত মর্যাদায় শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে। কখনো কখনো একটি স্বার্থান্বেষী মহল হীন স্বার্থে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করতে চায়। কিন্তু সেই অপচেষ্টা প্রতিহত করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারাদেশের পুজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবেন। যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপত্তা ও উৎসাহের সঙ্গে পূজা উদযাপন করতে পারেন।’

বিএনপি মহাসচিব ধর্মীয় সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আমাদের দেশ আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল ঐতিহ্য বহন করে আসছে। সেই ঐতিহ্যকে দৃঢ় প্রত্যয়ে রক্ষা করতে হবে।’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর